ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সোনাদিয়ায় নৌকা ডুবি, ৯ জেলে জীবিত উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
সোনাদিয়ায় নৌকা ডুবি, ৯ জেলে জীবিত উদ্ধার সোনাদিয়ায় নৌকা ডুবি


চট্টগ্রাম: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে কক্সবাজারের সোনাদিয়ায় ডুবে যাওয়া মাছ ধরার নৌকা থেকে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) ভোরে নৌকাটি ডুবে যায় বলে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়।

গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ অতন্দ্র খবর পেয়ে নৌকাটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

নৌবাহিনীর জাহাজ ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকা থেকে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাটিতে মোট ১১ জন জেলে ছিল।

নৌবাহিনীর জাহাজ অতন্দ্র ডুবে যাওয়া নৌকাটিকে শনাক্ত করে গভীর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনে। পরে নৌকাটিকে টেনে পেকুয়াতে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।