মঙ্গলবার (১৬ মে) ভোরে নৌকাটি ডুবে যায় বলে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়।
গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ অতন্দ্র খবর পেয়ে নৌকাটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
নৌবাহিনীর জাহাজ ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকা থেকে নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাটিতে মোট ১১ জন জেলে ছিল।
নৌবাহিনীর জাহাজ অতন্দ্র ডুবে যাওয়া নৌকাটিকে শনাক্ত করে গভীর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনে। পরে নৌকাটিকে টেনে পেকুয়াতে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ