মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন-সাতক্ষীরা জেলার অাশাশুনি উপজেলার বেতুয়া গ্রামের অাব্বাস সরদারের ছেলে এবাদুল সরদার (৩০) ও একই গ্রামের অাবছার সরদারের ছেলে হাসান সরদার (২৩)।
মুকসুদপুর থানার পরির্দশক মো. জাফর মিয়া বাংলানিউজকে জানান, মুকসুপুরের উজানি এলাকা থেকে ধান কেটে নিজেদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ১৯ শ্রমিক। পথে কমলাপুর নামক স্থানে এসে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এবাদুল ও হাসান নিহত হন। এসময় আহত হন বাকি ১৭ জন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই