মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জয়নাল মাদবর (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ানুস আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর কেওয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য মন্টু দেওয়ান ও সাবেক সদস্য আব্দুর রহিম গ্রুপের মধ্যে বিরোধ চলছে।
জয়নাল সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম গ্রুপের সমর্থক। মঙ্গলবার বিকেলে দক্ষিণ চরমশুরা এলাকা থেকে উত্তর চরমশুরা যাচ্ছিলেন জয়নাল। এসময় বর্তমান সদস্যের লোকজন তাকে গুলি করে এবং কুপিয়ে গুরুতর জখম করে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।