সোমবার (১৬ মে) রাত ৯টার দিকে ওই নারী উপজেলার মাঈনী নদী পার হওয়ার সময় তলিয়ে যান।
দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. হারুন বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পর থেকে নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
ইতোমধ্যে চট্টগ্রাম থেকে চার সদস্যের একটি ডুবুরি দল সকাল থেকে নদীর আশপাশে উদ্ধারে কাজ করছে।
ডুবুরি দলের প্রধান মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মাঈনী নদীতে অনেক স্রোত। মঙ্গলবার সারাদিন খুঁজেও ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজকের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ