ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মাদক ব্যবসায়ীদের ‍শাস্তির দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
মাদক ব্যবসায়ীদের ‍শাস্তির দাবিতে বিক্ষোভ কুখ্যাত মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ভুক্তভোগী এলাকাবাসীর

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর সানকিপাড়া ও গোহাইলকান্দি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলু, রেহানা, মোর্শেদ গংদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নগরীর ক্যান্টনমেন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ নগরীরর সানকিপাড়া ও গোহাইলকান্দি এলাকায় বর্তমানে সর্বনাশা মাদক ইয়াবায় ছেয়ে গেছে।

মাদকের নেশায় জড়িয়ে পড়ছে তরুণ যুবসমাজের সঙ্গে শিশু-কিশোররাও।

এছাড়াও ময়মনসিংহের নামি-দামি স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রাস্তায় বেড়ে ওঠা শিশুরাও ঝুঁকছে মাদকে। আর এগুলো এতটাই সহজলভ্য যে নগরীর অলিগলি শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তা ছড়িয়ে পড়েছে।

হাত বাড়ালেই হাতের কাছে পাওয়া যাচ্ছে মাদক উল্লেখ করে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবি তোলা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান দুলাল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, যুবদল নেতা সোহেল পাঠান, ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠান, আইডিয়াল স্কুলের চেয়ারম্যান লায়ন মনিরুজ্জামান ও ফুড ইন্সপেক্টর ফয়সাল পাঠান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।