দিনাজপুরে সয়াবিন তেল,মশুর ডাল, ছোলা বুটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু
দিনাজপুর: রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে দিনাজপুরে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা বুটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১৬ মে) দিনব্যাপী দিনাজপুর প্রেসক্লাব, জেলা প্রশাসক কার্যালয় সম্মুখেসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
টিসিবির পণ্য কিনতে আসা দিন মজুর মো. বাবলা বাংলানিউজকে বলেন, রমজানকে সামনে রেখে সব প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি এবং দিন দিন আরো বাড়ছে।
আর তাই বাজার তুলনায় টিসিবির পণ্যের দাম কম থাকায় এখান থেকে কিনছি। তবে টিসিবির এরকম বিক্রয় কেন্দ্র আরো বাড়ানো দরকার।
অন্যদিকে ডিলার কানাই লাল বলেন, বাজার তুলনায় দাম কম থাকায় টিসিবির পণ্যের চাহিদা প্রচুর। দিনাজপুরে পণ্যের পরিমাণ না বাড়ালে চাহিদা পূরণ করা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআরএস/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।