ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

খাদ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
খাদ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝি খাদ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের ভুল বোঝাবুঝি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বের করে দিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এনিয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর ভুল বোঝাবুঝি হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা নিরসন হয়।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ে পূর্ব নির্ধারিত সভার শুরুতেই খাদ্যমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের বের করে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হন সংবাদকর্মীরা। পরে তাদের সভাস্থলে ডাকা হলে বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় সংবাদকর্মীদের।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক বাংলানিউজকে বলেন, খাদ্য বিভাগের এটা কোন ধরনের সভা? যেখান থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বাংলানিউজকে বলেন, সংবাদকর্মীদের সঙ্গে মন্ত্রীর ভুল বোঝাবুঝি হয়। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়।

এসময় সংরক্ষিত মহিলা আসন-১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।