ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে লক্ষ্মীপুরের মেয়র আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে লক্ষ্মীপুরের মেয়র আহত লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের

লক্ষ্মীপুর: উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে পা পিছলে খালে পড়ে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে জেলা শহরের রহমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করতে গেলে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের রহমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শনে যান মেয়র।

এ সময় পা পিছলে তিনি খালে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ বলেন, পৌর মেয়র পড়ে গিয়ে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।