সোমবার (১৬ মে) বিকেলে কাউনিয়া থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত দুই শিশুর নাম সুখি (৫) ও ফাহিমা (২) বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
বর্তমানে তাদের বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি কাউনিয়া) শাহানাজ পারভীন।
তিনি বলেন, ওরা দুজন ভাইবোন। ফুপুর সঙ্গে এখানে এসেছে বলে জানাতে পেরেছে। শিশু দুটোকে চিনতে পারলে পুলিশের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে বলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএস/আরআর/এমজেএফ