রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদকে প্রধান করে মঙ্গলবার (১৬ মে) পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে পুলিশ সদর দফতর। জানতে চাইলে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করবে এই কমিটি। পাশাপাশি পরবর্তীতে কোনো জঙ্গি আস্তানায় অভিযান চালানোর প্রয়োজন হলে পুলিশ কী ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে তার সুপারিশও চাওয়া হয়েছে।
অভিযানের কয়েকটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। নিহত আবদুল মতিনের পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন, তার এই মৃত্যুতে পুলিশের গাফিলতি রয়েছে।
ফায়ারম্যান মতিনের মৃত্যু তদন্ত করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসএস/আইএ