মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর গ্রামের একটি রাইস মিলের মাঠের পাশ থেকে পুলিশ রুবেলের মরদেহ উদ্ধার করে। নিহত রুবেল বিনোদপুর গ্রামের জাল ও মাছ ব্যবসায়ী শাহ আলমের ছেলে।
রামপালের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, বাসায় খাওয়া-দাওয়া করে বিকেল ৪টার দিকে রুবেল বাড়ি থেকে বের হন। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ