ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিমে রুবেল (২৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর গ্রামের একটি রাইস মিলের মাঠের পাশ থেকে পুলিশ রুবেলের মরদেহ উদ্ধার করে। নিহত রুবেল বিনোদপুর গ্রামের জাল ও মাছ ব্যবসায়ী শাহ আলমের ছেলে।

রুবেল তার বাবার ব্যবসা পরিচালনা করতেন।

রামপালের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, বাসায় খাওয়া-দাওয়া করে বিকেল ৪টার দিকে রুবেল বাড়ি থেকে বের হন। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।