মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তের ৮৪২/৪ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাংলাদেশি শফিকুল ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মংলীবাড়ী এলাকার বাসিন্দা।
সূত্রগুলো জানান, শফিকুল গরু নিয়ে ফেরার পথে ভারতের অভ্যন্তরে ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ