মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খড়ইখালি গ্রামের বাসিন্দা।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া থেকে নসিমনে টিপ টিউবওয়েল বসানোর মালামাল নিয়ে মুকসুদপুর যাচ্ছিলেন মোস্তফা হাওলাদারসহ আরও চারজন। পথিমধ্যে রাস্তায় পড়ে যান তিনি। তখন নসিমনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ