বুধবার (১৭ মে) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত সমশের মুবিন চৌধুরী এ তথ্য জানান।
মরহুমের প্রথম নামাজে জানাজা দুপুর ১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
ফারুক চৌধুরী ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ভর্তি হন। ১৯৫৬ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। পররাষ্ট্র সচিব হিসেবে ১৯৯২ সালে চাকরিজীবন শেষ করেন তিনি।
তিনি ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। ১৯৭৬ সালে আবুধাবিতে, ১৯৭৮ সালে বেলজিয়ামে, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালে ঢাকায় অনুষ্ঠিত ওআইসির চতুর্দশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন এবং ১৯৮৫ সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের সমন্বয়ক ছাড়াও তিনি জাতিসংঘ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
ফারুক আহমদ চৌধুরী ১৯৮৪ সালে পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।
‘বঙ্গবন্ধুর অতি ঘনিষ্ঠ ও প্রিয়পাত্র ছিলেন’
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
কেজেড/জেডডএস