ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮৭ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ সিগারেটের মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা।
আটক দুই যাত্রী হলেন- খুরশিদ আলম ও বিল্লাল হোসেন।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভনটিভ চিফের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯৫১৩-এর ওই দুই যাত্রী শাহজালাল বিমানবন্দরে নামেন।
এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে উক্ত পরিমাণ সিগারেট জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজে/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।