বুধবার (১৭ মে) সকাল পৌনে ৯টায় দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়।
এদিকে, মঙ্গলবার থেকে ঘটনাস্থল ও আশপাশের দুইশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।
এ অভিযানে র্যাবের আইন ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র্যাব-৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত আছেন।
মঙ্গলবারের অভিযানে দু’টি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি পিভিসি সার্কিট বোর্ড, ১৮টি নিওজেল, বোমা তৈরির রাসায়নিক ভর্তি চারটি ড্রাম ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়। আলো স্বল্পতার কারণে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করে র্যাব। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক এ অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে র্যাব দু’টি জঙ্গি আস্তানার সন্ধান পেলেও পরে আরো তিনটি আস্তানার সন্ধান পায় তারা।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই