ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মিরপুরের চাঞ্চল্যকর মিতু হত্যার আসামি শাকিল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
মিরপুরের চাঞ্চল্যকর মিতু হত্যার আসামি শাকিল গ্রেফতার

ঢাকা: মিরপুরে মামীকে গলা কেটে হত্যার দায়ে ‍অভিযুক্ত আহমেদ শরীফ শাকিলকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে বুধবার (১৭ মে) বেলা সাড়ে এগারোটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

উল্লেখ্য, রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর বাজার এলাকায় দুই শিশু সন্তানের সামনে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে ওই সৌদি প্রবাসীর ভাগনে আহমেদ শরীফ শাকিল (৩০)। নিহত মামীর নাম রোজিনা আক্তার মিতু (৩০)।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।