ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বাকেরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

বরিশাল: ব‌রিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ভাতশালা গ্রামে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পু‌লিশ।

বুধবার (১৭ মে) সকাল ১০টায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধারের পর তার স্ত্রীকে আটক করা হয়।

মৃত ইমরান হাওলাদার (২৩) প‌শ্চিম ভাতপাশা গ্রামের সে‌লিম হাওলাদারের ছেলে।

বছরখানেক আগে বাকেরগঞ্জের কবাই ইউ‌নিয়নের আ‌মির হোসেনের মেয়ে তুলি বেগমের (১৮) সঙ্গে বিয়ে হয় ইমরান হাওলাদারের।

ফরিদপুর ইউনিয়নের সাবেক মেম্বর মো. আজাদ জানান, বিয়ের পরই ইমরান ও তু‌লি রাজধানীতে চলে যায়। এক মাস আগে তারা ফের বাড়িতে আসে। এর মধ্যে দু’জনের মধ্যে কলহের সৃষ্টি হলে তুলি তার বাবার বাড়িতে চলে যায়। তবে মঙ্গলবার তুলি ফের স্বামীর বাড়িতে আসে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  

বুধবার সকালে তুলি তার শাশুড়িকে জানায়, তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে। এসময় ইমরানের হাত-পা বাঁধা অবস্থায় নিথর দেহ পড়ে থাকেতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্ত্রী তুলি বেগমকে আটক করা হয়েছে।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চি‌কিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পাশাপা‌শি এ ঘটনায় মামলা দায়ের হবে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।