ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে পাঁচটি জঙ্গি আস্তানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর চালানো অভিযান শেষ হয়েছে। 

বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষ ঘোষণা করেন ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ।  

কিছুক্ষণ পর র‍্যাবের আইন ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

 

এদিকে, সোমবার দিনগত রাত থেকে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত চালানো এ অভিযানে উদ্ধার করা হয় দু’টি সুইসাইডাল ভেস্ট, ১৮টি নিউজেল, ২০টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির বোমা তৈরির রাসায়‌নিক ভর্তি চারটি ড্রাম, ১৮৬টি পিভিসি সার্কিট বোর্ড ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়।

বুধবার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে এসব ধ্বংস করে।  

এদিকে, ঘটনাস্থলে র‍্যাবের আইন ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ উপস্থিত আছেন।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করে র‌্যাব। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে র‌্যাব দু’টি জঙ্গি আস্তানার সন্ধান পেলেও পরে আরো তিনটি আস্তানার সন্ধান পায় তারা।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।