ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ভোলায় ৬ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ভোলায় ৬ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ভোলা: ভোলায় ছয় হাজার ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৭ মে) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি এলাকার রুবেল ও তার স্ত্রী ফারজানা আক্তার এপি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ফরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সি-ট্রাকের যাত্রী রুবেল ও এপিকে আটক করে দেহ তল্লাশি করলে ছয় হাজার ১১৮টি ইয়াবা পাওয়া যায়।  

ওসি আরো জানান, এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে ভোলা এনেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।