ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
সাভারে গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ নির্যাতিত হোসনে আরা ও তার মা-ছবি বাংলানিউজ

সাভার (ঢাকা): গরম খুন্তির ছেঁকা দিয়ে গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সাভার পৌর এলাকার রাজাশনে ব্যবসায়ী সাইফ মিয়ার স্ত্রী শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ ওই শিশুর মায়ের।

হোসনে আরা (১১) নামে শিশুটি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার খাওয়াভরাইল গ্রামের রিকশাচালক উজ্জ্বল মিয়ার মেয়ে।

তার মা জাহান‍ারা বাংলানিউজকে জানান, তার মেয়ে গত নয় মাস ধরে ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করছে।

মঙ্গলবার (১৬ মে) কাজে দেরি হওয়ায় ওই ব্যবসায়ীর স্ত্রী শিম‍ু তার মেয়ের দেহের বিভিন্ন জায়গায় গরম খুন্তি দিয়ে ছেঁকা দেন।  

বুধবার (১৭ মে) সকালে শিশুটি পালিয়ে এসে সাভার মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্ত্রীকে আটক করে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।