হোসনে আরা (১১) নামে শিশুটি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার খাওয়াভরাইল গ্রামের রিকশাচালক উজ্জ্বল মিয়ার মেয়ে।
তার মা জাহানারা বাংলানিউজকে জানান, তার মেয়ে গত নয় মাস ধরে ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করছে।
বুধবার (১৭ মে) সকালে শিশুটি পালিয়ে এসে সাভার মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্ত্রীকে আটক করে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআর/এমজেএফ