বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদায় আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা ঝিনাইদহ জেলার ও আলম বগুড়া জেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধারে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। প্রায় একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পঞ্চগড় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষে একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জেডএস