ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

‘রেইনট্রি’ মালিক আদনানকে ২৩ মে ফের তলব শুল্ক গোয়েন্দার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
‘রেইনট্রি’ মালিক আদনানকে ২৩ মে ফের তলব শুল্ক গোয়েন্দার হোটেল দি রেইন ট্রি

ঢাকা: বনানী ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল অভিজাত হোটেল রেইনট্রি’র ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. হারুন আদনানকে ২৩ মে কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ফের তলব করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের তলবে বুধবার ( ১৭ মে) বেলা এগারোটায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা থেকে বিরত থাকেন তিনি। তার বদলে আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় হারুন আদনান অসুস্থ উল্লেখ করে হাজিরা দেয়ার জন্য তার পক্ষে এক মাসের সময় চেয়ে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর।

আবেদনের প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত ‍অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এক সপ্তাহের সময় মঞ্জুর করে হারুন আদনানকে আগামী ২৩ মে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য, বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটি উন্মোচিত হওয়ার পর অভিজাত ‘রেইনট্রি’ হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসব মদের কোনো কাগজপত্র তখন দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রেইনট্রি হোটেলের মালিকপক্ষকে বুধবার তলব করা হয় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।