মঙ্গলবার (১৭ মে) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুজন ও শেখ সোহেল রানা বাংলানিউজকে জানান, রাতে বাজারের মায়ের দোয়া বেকারিতে আগুন লেগে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে বেকারি, টিন, সিমেন্ট, ডেকোরেটর ও বিভিন্ন যন্ত্রাংশের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই