ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৮ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
গোপালগঞ্জে ৮ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাজারে আগুন লেগে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

মঙ্গলবার (১৭ মে) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুজন ও শেখ সোহেল রানা বাংলানিউজকে জানান, রাতে বাজারের মায়ের দোয়া বেকারিতে আগুন লেগে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।  

আগুনে বেকারি, টিন, সিমেন্ট, ডেকোরেটর ও বিভিন্ন যন্ত্রাংশের দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।