ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) মানববন্ধন-সমাবেশ- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বুধবার (১৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশের আয়োজন করে স্কপ।

সমাবেশে স্কপের নেতারা বলেন, অতি মুনাফালোভী মালিকদের কারণে দেশে একের পর এক শ্রমিক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। কিন্তু এসব ঘটনার দায়ে মালিকদের কোনো শাস্তি পেতে হয়নি। বরং সরকারে বিভিন্ন মহলের মদতে তারা শক্তিশালী হয়ে শ্রমিকদের রক্ত চুষে চলছে। এ অবস্থার পরিবর্তন না হলে দেশে শ্রমকিদের পরিণতি আরও ভয়াবহ হবে।

সমাবেশে স্কপের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়। দেশে বর্তমানে ১২ হাজারের ওপরে বয়লার রয়েছে। কিন্তু এগুলো আসলে কতটুকু নিরাপদ তা দেখার কেউ নেই। বয়ালার অধিদফতরে মাত্র ৬ জন পরিদর্শক রয়েছেন। তাদের পক্ষে সারা দেশের এতো বয়লার পরীক্ষা করা সম্ভব নয়।

 

তিনি বলেন, শুধু ২০১৬ সালে বিভিন্ন ঘটনায় ১ হাজার ২শ’ ৮০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা শুধু ডলার দেখছি কিন্তু এই ডলার আয় করতে গিয়ে কতোজন শ্রমিক জীবন হারিয়েছে তার কোনো খবর রাখছি না।

এ সময় সমাবেশে স্কপের পক্ষ থেকে দিনাজপুরে বয়লা বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত সব শ্রমিককে ক্ষতিপূরণসহ বিভিন্ন ঘটনায় কর্মস্থলে নিহত হওয়া শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্কপের সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা চৌধুরী আশিকুল ইসলাম, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও নুরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।