ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবলীগ নেতাসহ ৪ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বগুড়ায় যুবলীগ নেতাসহ ৪ আসামি কারাগারে

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের নেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনয়িন যুবলীগের সভাপতি মধুপুর গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে আমিনুল ইসলাম (৩০), রুদ্রবাড়িয়া গ্রামের গোলজার খানের ছেলে আবু বক্কার (৪০), সারিয়াকান্দি উপজেলার কাড়িতলা গ্রামের হামিদুর রহমানের ছেলে রেজানুর হাসান (৪৫) ও দক্ষিণ কাসাহার গ্রামের নজিবুল হকের ছেলে শুকুর আলী (৩৮)।

বুধবার (১৭ মে) দুপুরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে আমিনুল ইসলাম ও আবু বক্কারকে গ্রেফতার করা হয়। এছাড়া ৪লিটার চোলাই মদসহ রেজানুর রহমান ও শুকুর আলীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে আদালতে হাজির করা হলে আদালতের বিরচাক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি মিজানুর রহমান।

পুলিশ জানায়, ২০১৩ সালে একটি মামলার ওয়ারেন্টে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালে আবু বক্কারের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১১ সালের ২১ জুন আদালত তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। এরপর  থেকেই পলাতক ছিলেন আবু বক্কার।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।