ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, বিস্ফোরক ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, বিস্ফোরক ধ্বংস ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে অভিযান শেষের ঘোষণা দিচ্ছেন র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান। 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে পাঁচটি জঙ্গি আস্তানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর চালানো অভিযান শেষ হয়েছে। 

বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষ বলে জানান ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ।  

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে অভিযান শেষের ঘোষণা দেন র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান।

 

এদিকে, সোমবার দিনগত রাত থেকে বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত চালানো এ অভিযানে উদ্ধার করা হয় দু’টি সুইসাইডাল ভেস্ট, ১৮টি নিউজেল, ২০টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির বোমা তৈরির রাসায়‌নিক ভর্তি চারটি ড্রাম, ১৮৬টি পিভিসি সার্কিট বোর্ড ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়।

বুধবার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে এবং পানিতে ভিজিয়ে এসব ধ্বংস করে।  

এদিকে, ঘটনাস্থলে র‍্যাবের আইন ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ উপস্থিত আছেন।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করে র‌্যাব। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে র‌্যাব দু’টি জঙ্গি আস্তানার সন্ধান পেলেও পরে আরো তিনটি আস্তানার সন্ধান পায় তারা।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।