ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
উল্লাপাড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফারজানা জাহান (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার চর নেওরগাছার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা জাহান উপজেলার পৌর এলাকার চর নেওরগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে।

সে জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া মডেল থানার উপ পরদির্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে নিজ ঘরে ধরনার সঙ্গে ফারজানার ঝুলন্ত  মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজাগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফারজানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।