ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ফারুক চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ফারুক চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন ফারুক চৌধুরীর প্রথম জানাজা/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সাবেক পররাষ্ট্রসচিব ফারুক আহমদ চৌধুরীর প্রথম নামাজে জানাজা বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ মে) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফারুক আহমদ চৌধুরীর জানাজায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকসহ সাবেক ও বর্তমান কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।

ফারুক আহমদ চৌধুরীর ছোট ভাই এনাম চৌধুরী বাংলানিউজকে জানান, মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর ধানমণ্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্তানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।