বুধবার (১৭ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
গোযেন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আরও বলেন, মামলাটি পুলিশের উইমেন সার্পোট সেন্টারের অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত করছে।
মো. আব্দুল বাতেন বলেন, দুই তরুণী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এখনও এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আসামিরা আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজেএ/এএ