ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দ্রুত সময়ে শেষ হবে ২ তরুণী ধর্ষণের তদন্ত কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দ্রুত সময়ে শেষ হবে ২ তরুণী ধর্ষণের তদন্ত কার্যক্রম

ঢাকা: খুব দ্রুত সময়ের মধ্যে বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (ডিবি) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন।

বুধবার (১৭ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

গোযেন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আরও বলেন, মামলাটি পুলিশের উইমেন সার্পোট সেন্টারের অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত করছে।

ঘটনার তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ডিএমপি কমিশনার উচ্চ পার্যায়ের একটি কমিটিও গঠন করে দিয়েছেন। আমিও সেই কমিটির সদস্য।

মো. আব্দুল বাতেন বলেন, দুই তরুণী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এখনও এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আসামিরা আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।