ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দিনব্যাপী ভ্যাট মেলা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
নীলফামারীতে দিনব্যাপী ভ্যাট মেলা চলছে নীলফামারীতে দিনব্যাপী ভ্যাট মেলা চলছে

নীলফামারী: নীলফামারীর কাস্টমস এক্সাইজ অফিস চত্বরে দিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে।

কাস্টমস এক্সাইজ বিভাগের উদ্যোগে বুধবার (১৭ মে) সকাল ১০টায় মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ মেলার উদ্বোধন করেন। ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে ভ্যাট দাতাদের সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের কমিশনার মোহাম্মদ আহসানুল হক, সহকারী কমিশনার নীলফামারী মো. মশিয়ার প্রমুখ। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ হোটেল রেস্তোঁরা বেকারিসহ ব্যবসা প্র্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বছরে ৩০ লাখ টাকার মধ্যে লেনদেন করেন এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতায় থাকছেন না। তবে ৮০ লাখ টাকার মধ্যে তিন শতাংশ হারে এবং উর্ধ্বে লেনদেনকারী ব্যবসায়ীদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইন পদ্ধতিতে বিনা খরচায় অনলাইনে ভ্যাট নিবন্ধনসহ রিটার্ন জমার সুবিধা পাবেন ভ্যাট দাতারা। ভোক্তা এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর ভ্যাট আইন প্রণয়ন না করতে ব্যবসায়ী নেতারা আহ্বান জানান।

বাংরাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।