ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দুই ঘণ্টা পর সারলো সিগন্যাল প্যানেল ত্রুটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দুই ঘণ্টা পর সারলো সিগন্যাল প্যানেল ত্রুটি

ঢাকা: দুই ঘণ্টা কাজ শেষে সিগন্যাল প্যানেল ত্রুটি সারানোর পর রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন আসা-যাওয়া শুরু হয়েছে। 

বুধবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে প্যানেল ত্রুটি সারানো হয় বলে বাংলানিউজকে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী।

এদিকে প্যানেল ত্রুটির কারণে কমলাপুর রেলস্টেশন থেকে ৭টি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে।

এর আগে বেলা সাড়ে ১২টায় সিগন্যাল ব্যবস্থার প্যানেল বোর্ডে সমস্যা দেখা দেয়। এরপরই প্রকৌশলীরা এ‌টি সচলে কাজ করেন। যা সারাতে পেরিয়ে যায় দুই ঘণ্টা।  

ওই সময় কমলাপুর স্টেশনের প্লাটফর্মে ৫টি, তেজগাঁও ও বিমানবন্দ‌র স্টেশনে ৪টি ট্রেন আটকা পড়ে। এতে ভেঙে পড়ে ট্রেনের শি‌ডিউল।

সে সময় কমলাপুর স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী বাংলানিউজকে জানান,  প্যানেল বোর্ডে ত্রু‌টি দেখা গেছে। যেখান থেকে অপারেশন ও সিগন্যা‌লিং সে‌টি প্যানেল বোর্ড। ইঞ্জি‌নিয়াররা কাজ করছেন।  

সিগন্যাল প্যানেল ত্রুটিতে অচল ঢাকার রেলস্টেশন

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।