বুধবার (১৭ মে) দুপুরে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়ার আইয়ুব আলীর ছেলে।
যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইদ্রিস আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল্লাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহ যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তিনি যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করেন। তার দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় সালমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন আব্দুল্লাহ।
সবশেষ ২০১২ সালের ৯ জুলাই সালমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী। এতে সালমা মারা যান। এ ঘটনায় নিহত সালমার বাবা বাদী হয়ে মামলা করেন।
সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আব্দুল্লাহকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ইউজি/জেডএস