বুধবার (১৭ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, দুপুরে দারুশা সড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় হুজড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন পুলিশকে জানিয়েছেন, ওই পুকুরটি যৌথ মালিকানায়। মাছ মরলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
বর্তমানে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন। উদ্ধারের পর ট্রাকটি থানায় নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি পরিমল কুমার।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএস/জেডএস