ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
পার্বতীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ পার্বতীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূ‍চিতে প্রধান অতিথি ছিলেন- তথ্য কমিশন বাংলাদেশের রিসোর্স পারসন সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন।

এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ ৬০ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।