বুধবার (১৭ মে) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ানীবাজার ট্রেন লাইনের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত মোস্তাহিন মো. মামুন পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ডা. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শাবিপ্রবির ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদকর্মী দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সকালে ট্রেন লাইনের পাশ থেকে গুরুতর অবস্থায় মামুনকে উদ্ধার করেন স্থানীয়রা। তাদের ধারণা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন মামুন। তবে ট্রেন থেকে তাকে ফেলা হয়েছে নাকি নিজেই পড়ে গেছেন এ ব্যাপারটি নিয়ে সন্দিহান স্থানীয়রা।
সিলেট রেলওয়ের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, মামুন ট্রেন থেকে পড়েছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এনইউ/ওএইচ/আরআই