ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড় থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ শরীফুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) রাতে তাকে আটক করা হয়। পরে বুধবার (১৭ মে) দুপুরে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

শরীফুল একই উপজেলার চর বয়ারমারি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. একরামুল হকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় সিঅ্যান্ডবি মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ শরীফুলের দেহ তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।