মঙ্গলবার (১৬ মে) রাতে তাকে আটক করা হয়। পরে বুধবার (১৭ মে) দুপুরে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. একরামুল হকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় সিঅ্যান্ডবি মোড়ে বাসের জন্য অপেক্ষমাণ শরীফুলের দেহ তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসএস/জিপি/জেডএস