বুধবার (১৭ মে) দুপুরে কুসিকের প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মেয়র ও কাউন্সিলররা। এর আগে কুসিকের নব নির্বাচিত মেয়র ও ২৯ জন কাউন্সিলরের উপস্থিতে সভা অনুষ্ঠিত হয়।
মেয়রের দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব মো. হেলাল উদ্দিন, প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। গত বৃহস্পতিবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন তিনি।
গেজেট প্রকাশিত না হওয়ায় চারজন এবং গ্রেফতার ও মামলাজনিত কারণে আরো তিনজন কাউন্সিলর শপথ ও দায়িত্ব বুঝে পাননি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএটি/জেডএস