বুধবার (১৭ মে) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ দাবি করেন।
কামরুল ইসলাম বলেন, চলতি মৌসুমে বোরো চাষে হাওরাঞ্চলে ও দেশের বিভিন্ন এলাকায় ব্লাস্ট রোগ, অতি বৃষ্টিপাতের কারণে যে ক্ষতি হয়েছে তাতে দেশে কোনো খাদ্য সংকট কিংবা বিপর্যয় দেখা দেবে না।
রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের হুঁশিয়ার করে তিনি বলেন, অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট তৈরির মাধ্যমে মূল্যবৃদ্ধির চেষ্টা বা কোনো প্রকার অবৈধ কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান ও রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার, চালকল মালিক গ্রুপসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষে দিনাজপুর জেলার ৫১ জন মিলার খাদ্য সংগ্রহ অভিযানে সরকারের সঙ্গে চুক্তি সই করেন খাদ্যামন্ত্রী।
দিনাজপুর জেলা থেকে এবারে ৮৬ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএটি/এইচএ/