ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সাভারে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
সাভারে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগ

সাভার (ঢাকা): সাভারে দুর্বৃত্তদের হাতে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী গার্মেন্টস শ্রমিক।

বুধবার (১৭ মে) সাভার মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই গার্মেন্টস শ্রমিক তরুণী।

তিনি জানান, গত কয়েক মাস ধরে সাভারের রাজাশন এলাকার একটি গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ করেন তিনি।

এ সময় তার সঙ্গে মোবাইল ফোনে রাকিব নামের এক যুবকের পরিচয় হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার (১৬ মে) রাতে বাসায় ফেরার পথে তাকে কৌশলে রাকিব হেমায়েতপুর এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও তিনজন উপস্থিত ছিলেন। রাতে সবাই মিলে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তিনি সাভার থানায় যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক গার্মেন্টস শ্রমিক এসেছিলো। তাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ধর্ষণের স্বীকার গার্মেন্টস শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার থানার বাসিন্দা। তিনি সাভার বাজার রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।