বুধবার (১৭ মে) সাভার মডেল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই গার্মেন্টস শ্রমিক তরুণী।
তিনি জানান, গত কয়েক মাস ধরে সাভারের রাজাশন এলাকার একটি গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ করেন তিনি।
পরে আশেপাশের লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তিনি সাভার থানায় যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক গার্মেন্টস শ্রমিক এসেছিলো। তাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ধর্ষণের স্বীকার গার্মেন্টস শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার থানার বাসিন্দা। তিনি সাভার বাজার রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ওএইচ/আরআই