ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) আয়োজনে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে বুধবার (১৭ মে) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।