ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ধুনটে প্রাইভেটকার ও বন্দুকসহ ৩ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ধুনটে প্রাইভেটকার ও বন্দুকসহ ৩ যুবক আটক জব্দকৃত প্রাইভেটকার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ও বন্দুকসহ (ইয়ারগান) তিন যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

আটককৃতরা হলেন- ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার মাহবুবুল আলমের ছেলে প্রাইভেটকার চালক আতিকুল হাসান মটু (৩৬), কুঠিবাড়ি গ্রামের হরফ আলীর ছেলে ছনি মন্ডল (৩২) ও এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী রবিউল হাসান উৎসব (৩৫)।

বুধবার (১৭ মে) দুপুরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্টে-প ১১-৩৯৯০) ওই তিন যুবককে আটক করে র‌্যাব-১২।

এসময় তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। পরে তাদের ধুনট থানায় সোপর্দ করেন র‌্যাব সদস্যরা।

পরে ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।