ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

শিক্ষার পাশাপাশি সংস্কৃতিকেও প্রাধান্য দিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
শিক্ষার পাশাপাশি সংস্কৃতিকেও প্রাধান্য দিতে হবে শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও এমপি আসাদুজ্জামান নূর

নারায়ণগঞ্জ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও এমপি আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষার পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও প্রাধান্য দিতে হবে। কারণ সংস্কৃতি আমাদের চেতনাকে লালন করে।

বুধবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, আমাদের দেশকে ২০২১ সালের ভিশন অনুযায়ী একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে উন্নয়নের ধারাকে গতিশীল ও শক্তিশালী করতে হবে।

আর এই উন্নয়ন কারো একার নয়, এই উন্নয়ন আমাদের সবার। অর্থনৈতিকভাবে উন্নয়ন হলেই কোনো রাষ্ট্র উন্নত হয়ে যায় না। উন্নত হতে হলে সব খাতে উন্নত হতে হয়। তাই সর্বদিক দিয়ে উন্নত হতে হলে অন্যসব খাতের পাশাপাশি সংস্কৃতিকেও উন্নত হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হুসনে আরা বাবলী, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।