ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় অনেকেই বাংলাদেশকে অনুসরণ করে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দুর্যোগ ব্যবস্থাপনায় অনেকেই বাংলাদেশকে অনুসরণ করে

ঢাকা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে অনুসরণ করে। জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিজাস্টার রিডাকশন কনফারেন্সে গিয়ে তার প্রমাণ পেয়েছি।

বুধবার (১৭ মে) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অ্যাপ্লাইং স্পেস বেইজড টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টু স্ট্রেংদেন ডিজাস্টার রেজিলিয়েন্স শীর্ষক প্রকল্পের ওপর আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন।
 
তিনি বলেন, অনুসরণের অন্যতম কারণ আমাদের বেশ কিছু অর্জন আছে।

বিশেষ করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) প্রায় অর্ধলাখ স্বেচ্ছাসেবক জীবন বাজি রেখে উপকূলের মানুষের জীবন রক্ষা করে চলেছে। এটি বিশ্বব্যাপী দারুনভাবে প্রশংসিত।
 
মায়া বলেন, দেশের সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষ করে জনগণের ক্ষমতায়নে আরও কাজ করতে হবে। স্যাটেলাইট ভিত্তিক তথ্য প্রযুক্তির সঙ্গে গ্রামের সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটলে তা বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় মাইলফলক হবে। এর ফলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়বে।
 
মন্ত্রী আরো বলেন, যে কোন সময় টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করে বাংলাদেশের দুর্যোগ সর্ম্পকিত আবহাওয়ার খবর পাওয়া যায়। এই নম্বর থেকে আবহাওয়ার চারটি খবর পাওয়া যায়। এটি জনগণকে জানাতে পারলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমে আসবে।
 
কর্মশালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়ানতাবি, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এশিয়ান ইনস্টিটি‌উট অব টেকনোলজি ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।  
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসই/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।