বুধবার (১৭ মে) আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন সংস্থাটির চিফ অব ফ্রিডম অব অ্যাসোসিয়েশন কারেন কার্টিজ।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এদেশের শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তায় জুডিশিয়াল কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছি।
এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আইএলও এর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। তাদের বলেছি, আইএলও যেন ঢাকাতে এ ধরনের প্রশিক্ষণ হাব গড়ে তোলে। তাতে এ অঞ্চলের দেশগুলো শ্রম আদালতের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হবে।
আইএলও জুডিশিয়ারি প্রশিক্ষণ উদ্যোগের যে কথা বলছে, তা সময়োপযোগী উদ্যোগ বলেও জানান আইনমন্ত্রী।
বৈঠকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন আইএলও জেনেভার সিনিয়র উপদেষ্টা ইশা ওয়াল, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি ও প্রোগ্রাম অফিসার জাফর ইকবাল।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরএম/ওএইচ/আরআই