ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ৪ প্রতারককে কারাগারে সোপর্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
চৌদ্দগ্রামে ৪ প্রতারককে কারাগারে সোপর্দ চৌদ্দগ্রামে ৪ প্রতারককে কারাগারে সোপর্দ-ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিনব কায়দায় টাকাকে ডলার বানানোর কথা বলে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক প্রতারকরা হলেন- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার গুনসী গ্রামের ছাহেদ সরদারের ছেলে লুৎফুর সরদার (৩৫), কাউছার শেখের ছেলে মোহাব্বত শেখ (২৬), আফছার তালুকদারের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ফারুক তালুকদারের ছেলে সাজিব (২৩)।

থানা পুলিশ জানায়, উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব সাঙ্গিশ্বর গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে আবদুল ওয়াদুদের কাছ থেকে আটক চার যুবক পাঁচলাখ টাকা নিয়ে দশলাখ টাকা মূল্যমানের ডলার তৈরি করে দেবে বলে প্রতারণা করে।

এরপর তারা মঙ্গলবার (১৬ মে) রাতে ওই এলাকা থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ডিমাতলী থেকে তাদের আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে জানান, ‌জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই চার যুবক। তাদের কাছ থেকে নগদ এক লাখ ৭৭ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।