ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বরগুনার ভাড়ানি খাল রক্ষায় তৎপর জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বরগুনার ভাড়ানি খাল রক্ষায় তৎপর জেলা প্রশাসন বরগুনার ভাড়ানি খাল রক্ষায় তৎপর জেলা প্রশাসন

বরগুনা: বরগুনার ভাড়ানি খাল রক্ষার্থে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি হিসেব অনুযায়ী সীমানা পিলার পোতা শুরু করেন।

এসময় ভাড়ানি খালের পিলার বসানো কার্যক্রম উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান।

উদ্বোধনকালে তারা বলেন, শিগগিরই এই খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।