ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

লিবিয়া থেকে উদ্ধার ১২ জন, হেফাজতে নিল র‌্যাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
লিবিয়া থেকে উদ্ধার ১২ জন, হেফাজতে নিল র‌্যাব

ঢাকা: লিবিয়ায় অবৈধভাবে পাচারকৃত ১২ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহায়তায় ওই ১২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

বুধবার (১৭ মে) বিকেলে এ ১২ জনকে হেফাজতে নেওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসজেএ/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।