আটক জুলহাস শেরপুর সদর থানার চকপাটক এলাকার আব্দুর রহিমের ছেলে।
বুধবার (১৭ মে) বিকেলে র্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৭ মে) ভোরে টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জুলহাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ও একটি রিভলবার পাওয়া যায়।
আরও জানানো হয়, জুলহাস টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে মারিয়া ক্যাবল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কাজ করতো। চাকরির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টঙ্গী এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ভূমি দখল করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরএস/এএটি/এএ