ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ দেবে আওয়ামী লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ দেবে আওয়ামী লীগ সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ দেবে আওয়ামী লীগ-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাদ্য সংকট মোকাবেলায় দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানায় জেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দীন, রুহুল আমীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠির কারণে ওইসব এলাকার লোকজন ভালোভাবে জুম চাষ করতে পারেনি। তাই সাজেকে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবেলা করতে দলীয়ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।