বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানায় জেলা আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দীন, রুহুল আমীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ের একটি সশস্ত্র গোষ্ঠির কারণে ওইসব এলাকার লোকজন ভালোভাবে জুম চাষ করতে পারেনি। তাই সাজেকে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবেলা করতে দলীয়ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই